কমপক্ষে অন্তত ৩ মাস থেকে ৬মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ঋষভ পন্থকে। শুক্রবারের দুর্ঘটনায় লিগামেন্টে যেভাবে চোট পেয়েছেন এই ভারতীয় ক্রিকেটার, তাতে ন্যূনতম এই সময়টুকু তাঁকে দিতেই হবে বলে জানান ডক্টর কামার আজম। দুর্ঘটনার পর ঋষভ পন্থের চিকিৎসা করছেন যাঁরা, তাঁদের মধ্যে রয়েছেন এই চিকিৎসকও। তিনি সংবাদমাধ্যমকে জানান, "লিগামেন্টের চোট থেকে সেরে উঠতে পন্থের অন্তত ৩-৬ মাস পর্যন্ত সময় লাগবে। আর যদি আরও বড় কিছু হয়, তাহলে এর থেকেও বেশি সময় লাগতে পারে তাঁর"।
অন্যদিকে, শুক্রবার বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, "কপালে দুটি ক্ষতচিহ্ন হয়েছে ঋষভ পন্থের। ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট আছে। ডান হাতে কবজিতেও আঘাত আছে। এছাড়া গোড়ালি, পায়ের বুড়ো আঙুল ও পিঠেও চোট আছে।"
বিসিসিআই পাশাপাশি জানিয়েছে, দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষভ পন্থকে। তাঁর কতগুলি এমআরআই স্ক্যান হবে। তারপর কীভাবে চিকিৎসা হবে, তা চিকিৎসকরা জানাবেন।