টেনিস দুনিয়ায় একটা সময় কার্যত রাজত্ব করেছেন । ২০টি গ্র্যান্ড স্লাম তাঁর ঝুলিতে । একাধিক রেকর্ড ভেঙেছেন, গড়েছেন । তবে, এখন তিনি টেনিস কোর্ট থেকে বহু দূরে । দুই বছর আগেই অবসর গ্রহণ করেছেন রজার ফেডেরার । অবসরকালীন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে । কয়েক মাস আগে থাইল্য়ান্ডে টোটোতে চেপে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাঁকে । যা তুমুল ভাইরাল হয় । সম্প্রতি, ফেডেরারের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে ডার্থমাউথ কলেজে বক্তৃতা দিতে দেখা গিয়েছে রজার ফেডেরার-কে ।
ডার্থমাউথ কলেজে গ্র্যাজুয়েশনের শেষ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজার । সুইস আইকনকে ডক্টর অফ হিউম্যান লেটার্স ডিগ্রি দেওয়া হয়েছিল । এমন উপাধি পেয়ে আপ্লুত রজার । ২৫ মিনিটের দীর্ঘ বক্তৃতার শুরুতেই ধন্যবাদ জানিয়েছেন রজার । মজার ছলেই তিনি বলেন,'আমি কোনওদিন কলেজে যাইনি । কিন্তু, আমি সম্প্রতি স্নাতক করেছি । আমি টেনিস স্নাতক হয়েছি ।আমি টেনিস স্নাতক হয়েছি ২০২২-এ ।' সেইসঙ্গে তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, 'অবসরপ্রাপ্ত... শব্দটা ভয়ংকর। আপনি বলবেন না আপনি কলেজ থেকে অবসর নিয়েছেন, তাই না?' তাই তিনিও গ্র্যাজুয়েট হয়েছেন টেনিস থেকে ।
দর্শকাসনে উপস্থিত ছাত্রছাত্রীদের শুনিয়েছেন নিজের কেরিয়ারের কথা । জীবনের পাঠ শিখিয়েছেন তাঁদের । কিন্তু, তাঁর বক্তৃতায় এতটুকু গাম্ভীর্য ছিল না । হাসতে হাসতেই জীবনের রূঢ বাস্তবকে তুলে ধরেছেন । তাই তো তাঁর কথা যেমন ছাত্র-ছাত্রীদের হাসিয়েছে, তেমনই চোখে জলও এনে দিয়েছে ।
ফেডেরার তাঁর কর্মজীবন থেকে শিক্ষার কথা স্মরণ করেন । টেনিস কেরিয়ারের তিনটি শিক্ষণীয় বিষয় মজার ছলেই বলেন ফেডেরার । সেগুলি হল, অ্যাফর্টলেস একটি মিথ, এটা একটি মাত্র পয়েন্ট আর টেনিস কোর্টের থেকেও জীবনটা বড় ।