ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আপাতত প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। মিডল অর্ডার কী হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এবার সিরিজে ফিরছেন কে এল রাহুল। তাই প্রথম একাদশে কারা সুযোগ পাবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
গতবার ঘরের মাঠে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। চোটের জন্য মাঝপথে ছিটকে যান রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলিও। চোট ছিল শ্রেয়স আইয়ারের। তাই টিমে দেখা যায় একঝাঁক নতুন মুখ। এই নতুন মুখদের মধ্যে অন্যতম সরফরাজ খান। বাংলাদেশের বিরুদ্ধে কি তিনি সুযোগ পাবেন! কে এল রাহুল টিমে ফিরলে সেই সম্ভাবনা কম। রোহিত শর্মা জানিয়েছেন, "গত সিরিজে অনেকেই ছিলেন না। এখনও চোটের জন্য অনেকে নেই। কীভাবে খেলতে চাই, সেই অনুযায়ী প্রথম একাদশ বাছব।"
কে এল রাহুলের ফর্ম ও দলে ফেরার সম্ভাবনা নিয়ে রোহিত জানিয়েছেন, বিশ্বে এমন কোনও ক্রিকেটার নেই, যার কেরিয়ার খুবই মসৃণ। প্রত্যেকেরই ওঠা-নামা থাকে। কে এল রাহুলের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। ওর থেকে সেরাটা বের করে নিতে চান বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক।
রোহিতের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সেঞ্চুরির কাছে পৌঁছেও ফিরতে হয়েছে রাহুলকে। দলীপ ট্রফিতেও ভাল পারফরম্যান্স। তাই বাংলাদেশ সিরিজেও ভাল খেলবেন বলে আশাবাদী রোহিত। তাঁর মতে, স্পিন ও পেস দুটোই ভাল খেলেন রাহুল। তাই যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই রাহুল থাকা মানে শক্তি বৃদ্ধি টিমের। রোহিতের এই প্রশংসাতেই স্পষ্ট, এবার প্রথম একাদশে নামার সুযোগ কম সরফরাজ খানের।