দেড় বছর পর T20 ফরম্যাটে ফিরেছেন । তাই, ম্যাচ জেতার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্স ভাল দেওয়াটাও রোহিতের কাছে বড় চ্যালেঞ্জের ছিল । কিন্তু, প্রথম প্রত্যাবর্তন ম্যাচে রানই পাননি অধিনায়ক । ওপেনিং পার্টনার শুভমন গিলের ভুলের জন্য রান আউট হতে হয় রোহিতকে । মাঠেই শুভমনের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় হিচটম্যানকে । সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে । এভাবে মেজাজ হারাতে এই প্রথম দেখা গিয়েছে রোহিতকে । ম্যাচের পর এই বিষয়ে মুখ খুললেন অধিনায়ক ।
রোহিত জানিয়েছেন, খেলায় এগুলো ঘটে থাকে । কিন্তু, যখন ঘটে, হতাশ লাগে । তিনি দলের জন্য রান করতে চেয়েছিলেন । যদিও, সবটা তো নিজের মন মতো বা পরিকল্পনা মতো হয় না । রোহিতের কথায়, 'আমরা ম্যাচ জিতেছি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ ।' রোহিত জানান, তিনি চেয়েছিলেন গিল যেন দলকে এগিয়ে নিয়ে যায় বড় রানের দিকে । কিন্তু, বেশি রান করতে পারেননি শুভমন । রোহিত বলেন, 'দুর্ভাগ্যবশত, খুব ভাল ছোট ইনিংস খেলে আউট হয়ে গিয়েছিল ।'
বৃহস্পতিবার দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফেরেন রোহিত শর্মা । মিড অফের দিকে খেলে রান নেওয়ার জন্য ডাকেন শুভমানকে। আর দৌড়তে শুরু করেন। শুভমান সেই ডাকে সাড়া দেননি। রোহিত অর্ধেক চলে আসেন ততক্ষণে। রোহিতকে রান আউট হতে হয়। এরপরই রেগে যান তিনি । আঙুল তুলতেও দেখা যায় গিলের দিকে । হিটম্যানের এমন মেজাজ এর আগে দেখেননি ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের এটাই শেষ সিরিজ । আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ৬ উইকেটে জিতেছে ভারত ।