বিরাট কোহলির (Virat Kohli) ঘরের মাঠে সেঞ্চুরি অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দুর্ধর্ষ ফর্ম ফিরে পেলেন হিটম্যান। আফগান বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রোহিত। মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যার মধ্যে ছিল ৭টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। সেঞ্চুরি করলেন মাত্র ৬৩ বলে। গড়লেন একাধিক রেকর্ড।
এদিন আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) সব ফরম্যাটে সবথেকে বেশি ছয় মারলেন হিটম্যান। ভেঙে দিলেন ক্রিস গেলের এতদিনের রেকর্ড। সেঞ্চুরি আসে ১২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়়াও বিশ্বকাপে হাজার রানের গণ্ডিও পেরিয়ে গেলেন রোহিত। বিশ্বকাপে সাতটি সেঞ্চুরির মালিক হলেন এই সেঞ্চুরির পর। তার পরে সচিন তেন্ডুলকর।
আরও পড়ুন: নিরাপত্তার স্বার্থে যুবভারতী থেকে সরল মোহনবাগানের AFC কাপের ম্যাচ, সময়ও বদল
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ২৭২ রান তোলেন তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে বিস্ফোরক ব্যাটিং করেন রোহিত শর্মা।