এখনও বেশ কয়েকমাস দেরি। স্কোয়াডও চূড়ান্ত হয়নি। তবু, জুন মাসের টি২০ বিশ্বকাপে দলের অন্তত ১০ জন ক্রিকেটার কে কে হবেন, তা তিনি স্পষ্ট আন্দাজ করতে পারছেন বলে জানালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে এই টি২০ বিশ্বকাপ।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে আফগানিস্তানের সঙ্গে টি২০ সিরিজেই ভারত শেষবার আন্তর্জাতিক টি২০ খেলছে। এরপর সোজা বিশ্বকাপ। আফগানিস্তান সিরিজে রোহিত ও বিরাটের ১৪ মাস পরে টি২০ স্কোয়াডে ফিরে আসাও একটি উল্লেখযোগ্য ঘটনা।
এই আবহেই জিও সিনেমা'র মুখোমুখি হয়ে রোহিত বললেন, "সকলেই থাকবে না আমাদের দলের। তবে, অনেকেই থাকবে। যখন আমরা বিশ্বকাপ খেলছিলাম, ওই সময় টি২০ স্কোয়াডের জন্য অনেক ক্রিকেটারকেই পরীক্ষামূলকভাবে পরখ করে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে কেউ কেউ হয়তো বাদ যাবেন। সেটা তাঁদের ক্ষেত্রে অবশ্যই দুঃখজনক। তবে, প্রথমে তো ভাবতে হবে দলের ভাল'র কথাই'।
তিনি আরও বলেন, "২৫-৩০ জন তরুণ ক্রিকেটারের মধ্যে ঠিক কারা সুযোগ পাবেন, তা অবধারিতভাবে না বলতে পারলেও, অন্তত ৮-১০ জন ক্রিকেটারের ব্যাপারে মনে মনে আমরা নিশ্চিত'।