দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানের নিরিখে, বিরাট কোহলিকেও টপকে গেলেন ‘হিটম্যান’ রোহিত শর্মা (Rohit Sharma)। শনিবারের ম্যাচে দিল্লির সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। খলিল আহমেদের ৮ বলে মাত্র ৮ রান ঝুলিতে ভরেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। তবুও শনিবারের ম্যাচের পর একটি রেকর্ড করে ফেললেন রোহিত শর্মা।
দিল্লির বিরুদ্ধে তাঁর মোট রান দাঁড়াল ১০৩৪। IPL এ দিল্লির বিরুদ্ধে এত রান এখনও অবধি কোনও ব্যাটার করতে পারেনি। তবে, তার ধারেকাছে পৌঁছেছিল কিং কোহলি। দিল্লির বিরুদ্ধে ২৮টি ম্যাচ খেলে ৫১.৫০ গড়ে কোহলি করেছিলেন ১০৩০ রান। এবার ৮ রান পেয়েই সেই রান টপকে গেলেন রোহিত। তবে ৩৫টি ম্যাচ খেলে ৩২.৩১ গড়ে দিল্লির বিরুদ্ধে ১০৩৪ রান তুলেছেন।
IPL 2024 GT vs RCB: রবিবাসরীয় আইপিএলে নামছে শুভমান ব্রিগেড, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অজিঙ্ক রাহানে। চতুর্থ স্থানে রবীন উথাপ্পা।