টিম ইন্ডিয়ার প্রথম দলে জায়গা পেতে চাইছেন যাঁরা, তাঁদের জন্য রইল দলের অধিনায়ক রোহিত শর্মা-র হাতেগরম টিপস। তাঁর কথায়, ভারতীয় দলে সুযোগ পেতে গেলে কঠিনতম ফরম্যাটে সফল হওয়ার 'তীব্র খিদে' থাকা চাই। সোমবারই ইংল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে টানা ১৭টা টেস্ট সিরিজ জিতল ভারত। পাঁচ উইকেটে জিতে গেল চতুর্থ টেস্ট। সরফরাজ খান, ধ্রুব জুরেল, যশস্বী জয়সোয়াল এবং আকাশদীপের মতো নবীনদের দুরন্ত দক্ষতাই ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ।
এতেই খুশি হয়েছেন রোহিত। তিনি বলেন, "যাদের খিদে রয়েছে সফল হওয়ার, আমরা তাদেরই সুযোগ দেব দলে"। তাঁর কথায়, "ভাল খেলার খিদে না থাকলে কাউকে দলে নেওয়ার তো কোনও অর্থই হয় না"।
তিনি আরও বলেন, "এই দলে এমন কেউ নেই, যার জেতার খিদে নেই। যারা প্রথম দলে খেলছে এবং যারা খেলছে না, প্রত্যেকেরই খিদে সমান। কিন্তু, ঘটনা হল, টেস্ট ক্রিকেটে সুযোগ আসবে হাতেগোনা। তার মধ্যেই তা কাজে লাগাতে হবে। একবার ফস্কে গেলে, সেই সুযোগ আর ফিরে আসবে না"।