ইন্দোরে ৯ উইকেটে হার স্বীকার করেছিল টিম ইন্ডিয়া। তারপরই দলের হারের কারণ হিসেবে 'আত্মতুষ্টি' এবং 'গা-ছাড়া মনোভাব'কে দায়ী করে টিমকে একহাত নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্ত কোচ রবি শাস্ত্রী। এবার, ওই মন্তব্যের জন্য নাম না করে শাস্ত্রীকে একহাত নিলেন রোহিত শর্মা। শাস্ত্রীর মন্তব্যকে 'রাবিশ' বলে তোপ দাগলেন তিনি। শাস্ত্রীকে 'বহিরাগত' বলেও আক্রমণ করলেন রোহিত।
তিনি বলেন, "সত্যি বলতে, পরপর দু'টি টেস্ট ম্যাচ জেতার পরেও যদি বাইরের লোকজন মনে করে যে, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম, তবে এটি ভুল কথা।"
রোহিত আরও বলেন, "যাঁরা ড্রেসিংরুমে থাকেন না, তাঁরা ভিতরের হালহকিকত জানেন না। আমরা প্রতি ম্যাচে ভাল খেলতে চাই। যদি তাতে কারও খারাপ লাগে বা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়, তাতে আমরা পাত্তা দিই না।"