বিদেশে বিরাট কোহলি'র (Virat Kohli) ক্রমাগত ব্যাডপ্যাচ নিয়ে ফের প্রশ্ন করা হল রোহিত শর্মাকে। এই বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়ক এবং তাঁর ফর্ম নিয়ে বিস্তারিত বললেন 'হিটম্যান' (Rohit Sharma)। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিদেশে টেস্টে (India vs West Indies test) ৫ বছর ধরে বিরাট কোহলির ব্যাটে (Virat Kohli) যে শতরানের খরা, তা নিয়ে তিনি কী মনে করেন।
আরও পড়ুন: সিরিজ জিতেও পয়েন্ট ভাগ, বিরাটদের কাছে কী দাবি রোহিতের ?
তিনি উত্তরে জানান, "আমি বহুবার এই প্রশ্নের জবাব দিয়েছি। কে কত রান করেছে, কে কত উইকেট নিয়েছে, এইসব বিষয়ে মানুষ বাইরে বসে কিছু না জেনেই কথা বলতে আরম্ভ করে। দলের ভিতরের কথা ভিতরেই থাকে। আমরা বাইরে থেকে আসা কথায় কান দিই না। আমরা কেমনভাবে ম্যাচ বা সিরিজ জিততে পারি, শুধু তাই নিয়েই আমাদের আগ্রহ। এটা আমি আগেও বলেছি, ভবিষ্যতেও একই কথা বলব'।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত শতরানের 'পুরস্কার' পেলেন রোহিত শর্মা। এক লাফে বিশ্ব ক্রিকেটে আইসিসি-র টেস্ট ব্যাটারদের তালিকায় নবম স্থানে উঠে এলেন তিনি।