আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান পূর্ণ হওয়ার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা৷ কিন্তু ৮ উইকেটে আইরিশদের হারানোর পর রোহিত জানালেন, চোট গুরুতর নয়৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁকে চিন্তায় রাখছে নিউ ইয়র্কের পিচ।
৯ জুন পাকিস্তান বনাম ভারতের মহাযুদ্ধ। রোহিত বলেন, "নতুন মাঠ। নতুন পরিবেশ। আমরা একটু দেখে নিতে চেয়েছিলাম। আমার মনে হয়, এখানকার পিচ এখনও ঠিক মতো হয়নি। যদিও বোলারেরা ভাল সাহায্য পাচ্ছে। তবে বোলিংয়ের প্রাথমিক বিষয়গুলোয় গুরুত্ব দিতে হবে। টেস্ট ম্যাচের মতো বল করতে হবে।"
রোহিত জানান, পিচ কেমন আচরণ করবে তা নিয়ে নিশ্চিত নন তিনি। পরিবেশ বুঝে প্রস্তুতি নেবেন। প্রয়োজনে পরিবর্তন করবেন প্রথম একাদশে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫২ রানের ইনিংস খেলেছেন রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়েছেন, পিচে বেশি সময় কাটাতে চেয়েছিলেন তিনি, যাতে পিচ বুঝে নেওয়া যায়। রোহিতের মতো, এই পিচে স্পিনারের তেমন ব্যবহারের সুযোগ পাওয়া যাবে না।