ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ (Ukraine Russia crisis) ঘোষণা করার পরই বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল-র ম্যাচ খেলতে নেমে ইউক্রেনিয়ান ফুটবলার রোমান ইয়ারেমচুক (Roman Yaremchuk) চলে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আয়াক্সের বিপক্ষে ইয়ারেমচুক খেলতে নেমেছিলেন একটা টি শার্ট পরে। ম্যাচের ৭২ মিনিটে দলকে সমতায় ফিরিয়ে ইয়ারেমচুক (Roman Yaremchuk) খুলে ফেলেন জার্সি। জার্সি খুলতেই দেখা গেল টি শার্টে আঁকা ইউক্রেনের জাতীয়তাবাদের প্রতীক। এই প্রতীক ১০০ বছর ধরে ব্যবহার করে আসছে দেশটি। গোল উদযাপনে এই প্রতীক দেখিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন দেখিয়েছেন ইয়ারেমচুক।
আরও পড়ুন: 'ফাঁকা সময়ের দরকার ছিল আমার নিজের জন্য', আরসিবির অধিনায়কত্ব ছাড়ার কারণ খোলসা করলেন বিরাট
এই উদযাপনের জন্য শাস্তিও পেয়েছেন ইউক্রেন জাতীয় দলের এই তারকা (Roman Yaremchuk)। জার্সি খোলায় তাকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। কিন্তু তখন এসব আর কে মনে রাখে। সকলের আলোচনায় তখন যুদ্ধ। সেই যুদ্ধে নিজের দেশের প্রতি সমর্থন প্রকাশ করে জাতীয় বীর হলেন তিনি।