বিদায়বেলায় কান্নায় ভেঙে (Saniza Mirza last match) পড়লেন সানিয়া মির্জা। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে মেলবোর্নের রড লেভার এরিনাতে হার দিয়েই শেষ করতে হল সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটিকে। তাঁরা ফাইনালে হেরে গেলেন ব্রাজিলের স্টেফানি ও মাতোসের জুটির কাছে। ১৮ বছর ধরে নিজেকে সম্পূর্ণ নিংড়ে দেওয়ার পর পেশাদারি টেনিস থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা যে কঠিন হতে চলেছে, তার জন্য আগেভাগেই প্রস্তুত ছিলেন সানিয়া মির্জা (Saniza Mirza cried)। তবে, শেষটায় আর চোখের জল আটকাতে পারলেন না ভারতের টেনিসের ‘কুইন’।
আরও পড়ুন: শেষরক্ষা হল না, অবসরের আগের শেষ অস্ট্রেলিয়ান ওপেন থেকে খালি হাতেই ফিরলেন সানিয়া মির্জা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বলতে উঠে কার্যত আবেগে (Sania Mirza last match) ভেসে যান তিনি। হাসি দিয়ে নিজের বক্তব্য শুরু করলেও ভিতরের আবেগ টের পাওয়া যাচ্ছিল ছত্রেছত্রে। সানিয়া বলেন, ‘কখনও ভাবিনি যে আমার সন্তানের সামনে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলব। আমি যদি কাঁদি, তাহলে সেটা আনন্দাশ্রু। কষ্টের কান্না নয়। আগে থেকেই সতর্কীকরণ দিয়ে রাখছি। তবে এই মুহূর্তটা আমি ব্রাজিলের জুটির থেকে কাড়তে চাই না। তোমরা দারুণ খেলেছ। আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চাইছিলাম’। শেষ কথাটি বলতে গিয়েই কেঁদে ফেলেন সানিয়া।