শাহরুখ খান, প্রীতি জিন্টার পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন আরও এক বলিউড তারকা। জিম্বাবোয়েতে শুরু হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ। নয় দিনের এই লিগে খেলবে পাঁচটি দল। তার একটি দল কিনেছেন বলিউড স্টার সঞ্জয় দত্ত। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে জিম অ্যাফ্রো টি১০। সঞ্জয়ের দলের নাম হারারে হ্যারিকেনস।
২০ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৯ জুলাই পর্যন্ত। সবকটি ম্যাচই হবে হারারে শহরে। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্ম ভাবে এই দলটি কিনেছেন সঞ্জয়।
এই প্রথম জিম্বাবোয়েতে শুরু হচ্ছে এমন বাকি। অন্য দলগুলি হল ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়ন্স। অর্থাৎ তিনটি দল দক্ষিণ আফ্রিকার শহরের নামে। ২ জুলাই হবে ক্রিকেটারদের ড্রাফট।