বিশ্বকাপের মরসুম। তার উপর ভরা প্রেমের মরসুমও বটে। শুভমন গিল এবং সচিন কন্যা সারা তেণ্ডুলকরের প্রেমের কথা কারওরই অজানা নয়। এবার সেই জল্পনাই আরও জোরালো হল। আম্বানিদের জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা পড়লেন সারা শুভমন। কিন্তু ক্যামেরা দেখেই পালানোর পথ খুঁজেছেন দুজনেই।
এর আগে বাংলাদেশের সঙ্গে ম্যাচের দিনেও মাঠ থেকে গ্যালারিতে তাঁদের চোখাচোখিও হয়েছে। সেই দৃশ্য বেশ মনেও ধরেছে নেটিজেনদের। দু'জনের ছবি নিয়ে মিমের বন্যা নেটপাড়ায় । গ্যালারিতে সারা-কে দেখার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা ।
কেউ লিখেছেন, "স্ট্যান্ডে যেহেতু সারা ভাবি রয়েছেন, তাই গিল ভাইয়ের ব্যাটে সেঞ্চুরি আসবেই।" আবার কেউ লিখেছেন, সারা মাঠে এসেছেন। গিল তাঁকে ইমপ্রেস করবেন বলে নিশ্চিতভাবে দারুণ একটা ইনিংস উপহার দিতে চলেছেন।’ উল্লেখ্য, সেই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন গিল ।