এবারের ফুটবল বিশ্বকাপে (Football World Cup) প্রথম ম্যাচেই সৌদির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা (Argentina) । আগামী বিশ্বকাপেও নাকি তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে । ভাবছেন, এখন থেকেই তা কীভাবে বলা সম্ভব ? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক । আসলে, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলির সঙ্গে মিলে ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে করতে চায় আর্জেন্টিনা । এদিকে, সৌদি আরবও (Saudi Arab) বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে । আর হিসাব করে দেখা গিয়েছে, বিশ্বকাপ আয়োজনের দৌঁড়ে এগিয়ে রয়েছে সৌদি আরব ।
সৌদি আরবের এগিয়ে থাকার প্রধান কারণ হল পরিকাঠামো ভাল । সেই তুলনায় একটু পিছিয়ে গ্রিস ও মিশর । সেখানে স্টেডিয়ামের অভাব রয়েছে । সৌদি আরব জানিয়েছে, তাঁরা স্টেডিয়াম তৈরি করে দেবে, তবে শর্ত হল, বেশিরভাগ খেলাই সৌদি আরবে হতে হবে । এখন সবটাই নির্ভর করছে ফিফার উপর । তাঁদের সিদ্ধান্তই বলে দেবে, কোথায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ ।
আরও পড়ুন, Ranji Trophy Semifinal : রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে ৪৩৮ রানে শেষ বাংলার প্রথম ইনিংস
বিশ্বকাপ আয়োজনের দৌঁড়ে শুধু সৌদি আরব বা আর্জেন্টিনা নয়, রয়েছে স্পেন, পর্তুগাল, ইউক্রন-সহ আরও অনেক দেশ । বিশ্বকাপ আয়োজনে শেষপর্যন্ত কার উপর দায়িত্ব পড়ে, সেটাই দেখার বিষয় ।