২০২৪ সালের আইপিএলে ইডেনে কেকেআর-এর ম্যাচ মানেই মাঠে থাকবেন শাহরুখ খান। এ একরকম পরিচিত দৃশ্যই হয়ে উঠেছে অগণিত কেকেআর ভক্তের কাছে। এতদিন শুধু নাইটদের ম্যাচের সময়ই তাঁকে ইডেনে দেখা যেত। এবার প্র্যাকটিসেও উপস্থিত কিং খান। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে যা দেখা যায়নি! সন্ধ্যাবেলায় দুধসাদা গাড়ি থেকে নামলেন বলিউডের বাদশা। সঙ্গে কনিষ্ঠ পুত্র আব্রাম, ম্যানেজার পূজা দাদলানি। সাদা রংয়ের টি-শার্ট, সানগ্লাস। শাহরুখ ড্রেসিংরুমের পাশের করিডর দিয়ে হেঁটে সটান চলে গেলেন মাঠে। সেখানে তখন কেকেআরের প্র্যাক্টিস চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে তাই দেখলেন কিং খান।
সুনীল নারিনদের সঙ্গে গল্পও করতে দেখা যায় নাইট মালিককে। তারপর আব্রামের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন। প্লাস্টিকের উইকেট লাগিয়ে মেতে ওঠেন ক্রিকেট চর্চায়।
উল্লেখ্য, গত মরশুম পর্যন্ত কেকেআরের ম্যাচে নিয়মিত দেখা যাচ্ছিল না শাহরুখকে। গত আইপিএলে এসেছিলেন শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর ম্যাচে। এবার কিন্তু ট্রফি জিততে মরিয়া শাহরুখ খান। শুধু দুটি ম্য়াচ বাদে সবসময়ই হাজির থাকছেন মাঠে।