১০ বছর পর শাপমোচন। গত ২৬ মে, জয় এসেছে নাইটদের শিবিরে। IPL ২০২৪-এর জয়ের ট্রফি ছুঁয়ে দেখেছেন শাহরুখ খান। উদযাপনের রেশ যেন কাটতেই চাইছে না, টিম কলকাতার। জয়ের প্রায় তিন দিন পর ইনস্টাগ্রামে আন্তরিক কৃতজ্ঞতা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন কেকেআরের মালিক শাহরুখ খান।
এই দলের সঙ্গে কিং-এর সম্পর্ক প্রায় ১৭ বছরের। পরিবারের থেকে কম কিছু নয়। কাপ জয়ের পর, ট্রফি হাতে নিয়ে নাইট পরিবার এবং অনন্যা, সুহানা, গৌরী, আব্রাম, আরিয়ানদের সঙ্গে একটি ‘ফ্যামিলি ফ্রেম’ তুলেছিলেন শাহরুখ। সেই ছবিই শেয়ার করে কিং প্রশংসায় ভরিয়ে দিয়ে লেখেন, 'আমার ছেলেদের, আমার টিম, আমার চ্যাম্পদের জন্য। এরাই হল রাতের অন্ধকারে আশার আলো। আমার তারা কেকেআর।' গম্ভীরের পিঠ চাপড়ে দিতেও ভোলেননি বলি বাদশা। সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৫ এর অপেক্ষায় আছেন এখন থেকেই।