উদীয়মান ক্রিকেটারদের পায়োনিয়র ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। IPL-এর কল্যাণে তাঁর হাতে তৈরী হওয়ার সুযোগ পেয়েছেন ভারত তথা দেশের বাইরেরও অসংখ্য ক্রিকেটার। ৪২ বছর বয়সেও তাঁর ফিটনেস ক্রিকেট দুনিয়ায় ঈর্ষণীয়।
ISRO-Aditya L1: আদিত্য এল ওয়ানের টেলিস্কোপে ধরা পড়ল, সূর্যের ১১ টি রূপ , দেখেছেন সেসব ছবি?
এই প্রসঙ্গে এবার কথা বললেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আসগর আফগান (Mohammad Asghar Afghan)। তিনি জানান, ২০১৮ সালে এশিয়া কাপের ম্যাচ শেষে ধোনির সঙ্গে মহম্মদ শাহজাদকে নিয়ে কথা বলেছিলেন আসগর। ক্যাপ্টেন কুলকে তিনি জানিয়েছিলেন, শাহজাদ IPL খেলতে চায়। ধোনি নাকি উত্তরে বলেছিলেন, শাহজাদের বিরাট ভুঁড়ি রয়েছে, ২০ কেজি কমাতে পারলেই দলে নেওয়া হবে। আসগর জানান, সে ভাগ্য আর শাহজাদের হয়নি কারণ ৫ কেজি বাড়িয়ে সে দেশে ফিরেছিল।