কথায় বলে যেকোনও সফল মানুষের পিছনেই থাকে তাঁদের পরিবারের অবদান। আর্জেন্টিনা বিশ্বজয় করেছে৷ খেলা শেষে এই উচ্ছ্বাসে সামিল হয়েছেন আর্জেন্টাইনরা। পাশাপাশি, গোটা বিশ্বের সামনে 'ফ্যামিলি ম্যান' হিসেবেও নজির রেখেছেন মেসি, ডি মারিয়া, মার্টিনেজরা।
এতদিনের চাপ, ৩৬ বছরের অভিশাপ মোছার লড়াই সাঙ্গ হয়েছে রবিবার লুসেইল স্টেডিয়ামে। কাপ হাতে মেসি, ডিমারিয়াদের দেখে চোখ জুড়িয়েছে বিশ্ববাসীর। এবার সামনে এল এক অপূর্ব দৃশ্য যেখানে নিখাদ 'ফ্যামিলি ম্যান' হিসেবে ধরা দিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলাররা।
Argentina Goalkeeper Martinez : অদ্ভূত ভঙ্গিতে 'অহেতুক' বিতর্ক, সমালোচনায় বিদ্ধ ফাইনালের নায়ক
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন মেসি। সন্তানদের কোলে নিয়ে স্ত্রীয়ের পাশে জিরিয়ে নিচ্ছেন মেসি। আন্তোনেল্লা হাত বুলিয়ে দিচ্ছেন মেসির মাথায়। মেসির তিন সন্তান থিয়াগো, সিরো ও মাতেও নেড়েঘেঁটে দেখছে বাবার জেতা গোল্ডেন বল। হাতে বিশ্বকাপ মার্টিনেজের কোলে সন্তান। গোল পোস্টের সামনে সন্তানের হাতে বিশ্বকাপ তুলে দিয়ে ছবি তুলছেন মার্টিনেজ। সন্তান আর স্ত্রীকে চুম্বন করে ডিমারিয়া ভাগ করলেন বিশ্বজয়ের আনন্দ। এই পারিবারিক মুহূর্তের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।