ভারতীয় দলের ব্যাটিং-এর অন্যতম স্তম্ভ শ্রেয়স আইয়ারকে বাদ দিয়েই করা হল ইংল্য়ান্ডের সঙ্গে বাকি তিন টেস্টের দল। ১৭ জনের সেই স্কোয়াডে শ্রেয়সের নাম না থাকা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে। জানা যাচ্ছে, বিশাখাপত্তনম টেস্টের পর শ্রেয়সের ক্রমাগত খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। ধারাবাহিকতার অভাবও উঠে আসে আলোচনায়। তার প্রভাবই পড়েছে দলের নির্বাচনে।
তাঁর শেষ ১০টি টেস্ট ইনিংসে একটিও অর্ধ-শতরানও করতে পারেননি এই ২৯ বছর বয়সী ভারতীয় ব্যাটার। ভারতীয় ক্রিকেটের অন্দরেও তাঁর ক্রমাগত ব্যর্থ হওয়া নিয়ে কথা উঠেছিল। গত ১০টি টেস্ট ইনিংসে তাঁর সর্বোচ্চ রান মাত্র ৩৫! চলতি বছরের হায়দরাবাদে ইংল্যান্ড টেস্টেই রানটি করেছিলেন শ্রেয়স।