টিম ইন্ডিয়ার জন্য সুখবর! দলে ফিরছেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলা'তে শ্রেয়সকে পাবে টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর চোটের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, ২৮ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটারের দলে ফেরার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে নিশ্চিত ছিলেন না শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও চোটের কারণে খেলতে পারেননি তিনি। ছিলেন না নাগপুরের প্রথম টেস্টেও।