কতদিন মাঠের বাইরে থাকবেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ন এমবাপে? ইউরো কাপে কি আর খেলতে পারবেন ফ্রান্সের অন্যতম বড় স্তম্ভ? নাক ভাঙার পর থেকেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ফুটবল অনুরাগীদের মনে। ইতিমধ্যেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন যে, ইউরো কাপের পর অস্ত্রোপচার হবে এমবাপের। যার ফলে মনে করা হচ্ছে, তাঁকে খেলানোর একটা মরিয়া চেষ্টা করছে ফ্রান্স। সেই কারণেই প্রতিযোগিতা চলাকালীন ছুরি-কাঁচি না চালানোর কথাই ভাবা হচ্ছে।
উল্লেখ্য, ফরাসি ফুটবল সংস্থার তরফ থেকে ম্যাচ শেষে বিবৃতি দিয়ে জানানো হয়, এমবাপের নাকে অস্ত্রোপচার প্রয়োজন। কারণ তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে। কিন্তু হাসপাতালে গিয়ে পরীক্ষা করে দেখা হয় এই সময় অস্ত্রোপচার না করলেও চলবে এমবাপের। যদিও তাঁকে মাঠে নামতে হবে বিশেষভাবে তৈরি মাস্ক পরে।
অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বিপক্ষের ডিফেন্ডার কেভিন ডান্সোর সঙ্গে সংঘর্ষে নাক ভাঙে এমবাপের। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেছেন, ‘এখনই যদি অস্ত্রোপচার নাও করানো হয়, তা হলে প্রতিযোগিতা শেষ হলে করাতেই হবে। আগের থেকে কিছুটা ভালো আছে ও।’
বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা এখন তিনি। ফ্রান্সের ইউরো জয় অনেকটাই নির্ভর করছে এমবাপের দলে থাকার ওপর। মাস্ক পরে নামলেও এই ফরাসি গোলমেশিন দলের বড় ভরসা হবেন বলে মনে করছেন সমর্থকরা। এখন সকলের পাখির চোখ ফ্রান্সের পরের ম্যাচই।