আইপিএল-এর মিনি নিলাম (IPL Mini auction) হয়ে গেল । ক্রিকেট তারকাদের দলবদল হল । কেউ থেকে গেলেন পুরনো দলেই । কেউ বিক্রি হলেন অনেক বেশি দামে । সবথেকে বেশি টাকায় স্যাম কারেনকে কিনে নেয় পঞ্জাব (Punjab Kings) । অন্যদিকে, নিলামে কেকেআরের কাছে অর্থ ছিল সবথেকে কম । মিনি নিলামে কাদের কিনে নিল কেকেআর (KKR) ? এছাড়া,দাম বাড়িয়ে কারা চলে গেলেন অন্যদলে ? সবথেকে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের ক্রম তালিকা একনজরে দেখে নেওয়া যাক...
- সবথেকে বেশি টাকায় বিক্রি হলেন স্যাম কারেন । শেষ পর্যন্ত ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় পঞ্জাব নিল কারেনকে।
- এরপরেই রয়েছেন ক্যামেরন গ্রিন । মুম্বই ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নেয় গ্রিনকে ।
- ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় বিক্রি হলেন ইংল্যান্ডের বেন স্টোকস । চেন্নাই সুপার কিংসে খেলবেন তিনি ।
- ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরানের দাম ওঠে ১৬ কোটি । লড়াই হলেও শেষ পর্যন্ত লখনউতেই থেকে যান তিনি ।
- ইংল্যান্ডের তারকা হ্যারি ব্রুকেরও দর বাড়ল । ব্রুককে নেওয়ার জন্য লড়াই চলে হায়দরাবাদ এবং রাজস্থানের মধ্যে । শেষ পর্যন্ত হায়দরাবাদ ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল তাঁকে।
- হায়দরাবাদ কিনে নিল ময়াঙ্ক আগরওয়ালেক । ৮ কোটি ২৫ লক্ষ টাকা দর পেলেন তিনি ।
- ৬ কোটি টাকায় শিবম মাভিকে তুলে নেয় গুজরাত ।
- জেসন হোল্ডারকে ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান ।
- বোলার মুকেশ কুমারের দর উঠল সাড়ে পাঁচ কোটি টাকা। বাংলার এই পেসারকে নিল দিল্লি।
- দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেনকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় হায়দরাবাদ ।
আরও পড়ুন, IPL Mini Auction : IPL-এর মিনি নিলামে টাকার ছড়াছড়ি, ৮০ জন ক্রিকেটার বিক্রি হলেন ১৬৭ কোটিতে !
কলকাতা নাইট রাইডার্সের হাতে ছিল এবার মাত্র ৭.০৫ কোটি টাকা। এই সামান্য অর্থেই শাহরুখের দল কিনে নিল শাকিব আল হাসান (১ কোটি ৫০ লাখ ), এন জগদীশন (৯০ লাখ), পেসার বৈভব অরোরা (৬০ লাখ), লিটন দাস (৫০ লাখ), ব্যাটার মনদীপ সিং (৫০ লাখ) ।