আরও ৩ বছরের জন্য বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব পদে থাকলেন জয় শাহও। বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বোর্ডের মসনদে থাকবেন কিনা, তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। সুপ্রিম কোর্ট জানায়, বুধবার সিদ্ধান্ত জানানো হবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলি। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, সৌরভ ও জয় শাহের কুলিং অফ পিরিয়ড বাড়ানো হল। তিন বছরের বদলে তা বাড়িয়ে ৬ বছর করা হয়েছে। সে ক্ষেত্রে আর বোর্ড প্রেসিডেন্ট ও সচিব পদে থাকার ক্ষেত্রে অসুবিধা থাকল না। বোর্ডের আইনজীবী কপিল সিব্বল কুলিং অফ পিরিয়ড বাড়ানোর পক্ষে যুক্তি দেন।
আরও পড়ুন: ভারতীয় টেনিস জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তী নরেশ কুমার
এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ কুলিং অফের নিয়মও বদল হয়েছে। রাজ্য সংস্থা ও বোর্ডে ৬ বছর দায়িত্বে থাকতে পারবেন একজন শীর্ষ আধিকারিক।