পাকিস্তান ও নেদারল্যান্ডেসের বিরুদ্ধে জোড়া জয়ের পর, ভারতের হ্যাট্রিক আটকেছে দক্ষিণ আফ্রিকা। ওয়াকায় একটা ম্যাচ হারতেই T20 বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু বাংলার মহারাজ তথা BCCI- এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সেমিফাইনাল নয় একেবারে ফাইনালেই দেখতে পাচ্ছেন ভারতকে। রোহিতদের উপর সম্পূর্ণ আস্থা রেখে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘একটা ম্যাচ হেরেই বিচলিত হওয়ার কিছু নেই। ‘
বাংলার ক্রিকেট সংস্থার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে টিম ইন্ডিয়ার ফর্ম নিয়ে সৌরভ জানান,”ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দুটো ম্যাচের ব্যাপার।” একটা হারে কিছু যায় আসে না, ইন্ডিয়া ঘুরে দাঁড়াবেই বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এখন সেমি ফাইনালে উঠতে বাকি দুটো ম্যাচই পাখির চোখ ভারতের। ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশ এবং জিম্বাবোয়ের সঙ্গে খেলা ভারতের পক্ষে খুব একটা কঠিন বিষয় নয়। এমতাবস্থায় সৌরভের আশ্বাস যে টিম ইন্ডিয়াকে বাড়তি একটু অক্সিজেন জোগাবে তা বলাই বাহুল্য।