ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার দোরগোড়ায় টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়ার। এই টুর্নামেন্টের সফলতম দল ভারতই। ৮ বারের ফাইনালিস্ট এবং পাঁচবারের চ্যাম্পিয়ন। ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে প্রথমবার অনূর্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালেও চ্যাম্পিয়ন হয়। এত ঈর্ষাজনক রেকর্ড থাকা সত্ত্বেও, এই বিশ্বকাপ কোনওদিন ভারতে অনুষ্ঠিত হয়নি। তার নেপথ্যের কারণটি ব্যাখ্যা করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেন, "এতে অসুবিধার তো কিছু নেই! মূল সিনিয়রদের ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আয়োজনের দায়িত্ব তো ভারত নিয়েছে একাধিকবার। যে দেশে ক্রিকেটের প্রচার তত নেই, সেখানে প্রচারের বৃদ্ধির লক্ষ্যেও তো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা জরুরি"।
তারপর একটি মিথ নিজেই ভেঙে দেন তিনি। বলেন, "অনূর্ধ-১৯ বিশ্বকাপের আয়োজন যথেষ্ট লাভজনক নয় বলেই ভারত এতে উৎসাহ দেখায় না বলে যে মিথটা চালু আছে, তাও ঠিক নয়। আমার ধারণা, ভারতে অদূর ভবিষ্যতে নিশ্চয়ই এই বিশ্বকাপের আয়োজন করা হবে"।