করোনা(Corona) আক্রান্ত ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। ভর্তি রয়েছেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। জানা গেছে, আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর আর জ্বর আসেনি। তবে এখনই সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly) হাসপাতাল থেকে ছাড়া নাও হতে পারে।
প্রাক্তন ভারত অধিনায়ক(Former Indian Captain) ওমিক্রনে(Omicron) আক্রান্ত কিনা তা জানতে ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে(Kalyani) পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সম্ভবত শুক্রবার তাঁর রিপোর্ট পাওয়া যাবে। আর এই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত হয়তো সৌরভকে(Sourav Ganguly) হাসপাতাল থেকে ছাড়া হবে না।
আরও পড়ুন- Covid: ৯০০-র গণ্ডি ছাড়াল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, দেশে একদিনে কোভিডে আক্রান্ত ১৩, ১৫৪ জন
সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা(Coronavirus) আক্রান্ত হওয়ার পর, তাঁর বাড়ি এবং আশেপাশের এলাকায় যাতে কোনওভাবেই সংক্রমণ না ছড়ায়, তাই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা(KMC)।