মাত্র ৩ দিনেই শেষ গেল ভারতীয় দলের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ৩২ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। দশজনে খেলেও ভারতকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে পারেননি টেম্বা বাভুমা।
তৃতীয় দিনের শুরুটা ভাল না হলেও প্রাথমিকভাবে ধাক্কা সামলে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেঞ্চুরিয়ান টেস্টে ১৮৫ রানে থামেন ডিন এলগার। তাঁকে ফেরান শার্দুল ঠাকুর। হাফসেঞ্চুরি করেন ডেভিড বেডিংহ্যাম। বড় রান এল মার্কো জানসেনের ব্যাট থেকে। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ১৪৭ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩৯২।
দ্বিতীয় দিনই বড় রানের লক্ষ্যে এগোয় দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পান ডিন এলগার। তৃতীয় দিন ১৫০ রান নিয়ে খেলতে নামেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন মার্কো জানসেন। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফেরেন এলগার। ভারতের হয়ে ৩ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ২ উইকেট মহম্মদ সিরাজের। একটি করে উইকেট শার্দুল, প্রাসিধ ও অশ্বিনের।