প্রায় এক যুগ পর ইউরোকাপের ফাইনালে গেল স্পেন। বুধবারের ম্যাচে জার্মান মিউনিখ ফুটবল এরিনাতে ফ্রান্সকে ২-১ গোলে হারায় তারা। স্পেনের হয়ে গোল করেন লামিন ইয়ামাল এবং দানি ওলমো। অন্যদিকে ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ইউরো কাপে এতটানা ছটি ম্যাচে জিতে রেকর্ড গড়ল স্পেন।
এই ম্যাচ হেরে যাওয়ার ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফ্রান্স। এবং পেলের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন স্পেনের লামিন ইয়ামাল।
গ্রুপ পর্ব থেকেই একপ্রকার অঘটন শুরু হয়েছিল। সেই সময় থেকেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওপেন প্লে থেকে গোল করতে পারেনি ফ্রান্স। তারজন্য অনেক সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে। এমনকি চেনা ছন্দে দেখা যায়নি এমবাপেকে। নাকের চোটে একপ্রকার কাবু রয়েছেন তিনি।