উমরান মালিকের দুরন্ত পেস বোলিং ও ভুবনেশ্বর কুমারের নিয়মিত ভালো ফর্ম রীতিমতো কড়া চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে চলেছে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ম্যাচে। অসামান্য ফর্মে থাকা দীনেশ কার্তিক এবং বিস্ফোরক ফাফ দু'প্লেসি'র সামনে পড়ে এই ফর্ম তাঁরা কতটা ধরে রাখতে পারে তার দিকে চোখ থাকবে ওয়াকিবহালমহলের। চলতি আইপিএলে (IPL 2022) তাঁর অবিশ্বাস্য ফর্মের জন্য সকলের নজর কেড়েছেন উমরান মালিক। শ্রেয়স আইয়ারের মতো প্রতিষ্ঠিত ব্যাটাসম্যানও নাকানিচোবানি খান তাঁর পেসের ছোবল সামলাতে।
তাঁদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৭ উইকেটে হারানোর নেপথ্যের মূল কারিগর ছিলেন ২২ বছর বয়সী উমরান মালিক ও তাঁর সিনিয়র টিমমেট ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন: শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা ও গুজরাট
লিগ টেবিলে প্রথম চারের মধ্যে থাকার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে রয়েছেন মার্কো জ্যানসেন ও টি নটরাজনের মতো ইয়র্কার বিশেষজ্ঞ।
তাঁর বোলিং-এ অত্যন্ত কার্যকরী কিছু ভ্যারিয়েশন এনে ব্যাটসম্যানদের রীতিমতো নাকানিচোবানি খাওয়াচ্ছেন জ্যানসেন (Marco Jansen)।
তবে, তাঁদের আসল চ্যালেঞ্জ যে ফর্মে থাকা ফাফ দু'প্লেসি ও ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা দীনেশ কার্তিকের মুখোমুখি হয়েও ভালো ফল করা, তা নিয়ে একমত প্রায় সব মহল।
আরও পড়ুন: অরুণ লালের নতুন ইনিংস, প্রথম স্ত্রীয়ের সম্মতিতেই ফের বিয়ে করছেন বাংলার কোচ
লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে দলের টপ অর্ডার মুখ থুবড়ে পড়ার পর দারুণ ঝকঝকে ৯৬ রান করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন আরসিবি অধিনায়ক।
অন্যদিকে, আইপিএলের (IPL 2022) ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা সিজন কাটাচ্ছেন দীনেশ কার্তিক। আরসিবি দলের মধ্যমণি এই প্রাক্তন কেকেআর অধিনায়ক।