১১ দিন পর জামিন পেলেন ধর্ষণে অভিযুক্ত শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা। T20 বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। ধর্ষণের অভিযোগ শ্রীলঙ্কার স্পিনারকে গ্রেফতার করে সিডনি পুলিশ।
জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকার বন্ডে সই করে জামিন পেয়েছেন তিনি। পাশাপাশি তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে একাধিক বিধিনিষেধ। টিন্ডার সহ বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আদালত জানিয়েছে, এখনই দেশে ফিরতে পারবেন না গুণতিলকা। গুনতিলকার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছাড়াও তিনি মহিলার গলাও টিপে দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। গত ৭ নভেম্বর গুণতিলকার জামিন নাকচ হয়ে যায়। ১১ রাত জেলে কাটানোর পর বৃহস্পতিবার আবার স্থানীয় আদালতে জামিনের আবেদন করেছিল শ্রীলঙ্কার ক্রিকেটার। এবার সেই আবেদন মঞ্জুর হয়েছে।