জন্মের সময় মায়ের সঙ্গে সন্তানের যোগসূত্র যে নাড়ি কেটে দেওয়া হয়, পঞ্চমীর বেলায় নাড়ির বদলে ছিল সাপ। এও সম্ভব? স্টার জলসার নয়া ধারাবাহিকের প্রোমো নজরে আসতেই নেট।পাড়ায় হইচই। নতুন ধারাবাহিক 'পঞ্চমী'র প্রোমো তেমনই বলছে।
টেলিভিশনের পর্দায় এর আগেও সাপ নিয়ে ধারাবাহিক হয়েছে। 'পঞ্চমী'তে নাম ভূমিকায় দেখা যাবে সুস্মিতা দে-কে। সুস্মিতার বৌমা একঘর দর্শকদের মন জয় করতে পারেনি। তড়িঘড়ি শেষ করা হয় সেই ধারাবাহিক। তবে গুঞ্জন ছিল শীঘ্রই ফিরবেন আবারও। এবার পঞ্চমী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় ফিরছেন তিনি। কিন্তু দর্শকদের মন্তব্য ভিন্ন। কী বলছেন তাঁরা?
সিরিয়ালের গল্প এমন আজগুবি কেন, প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ বলছেন জীববিদ্যা ভুলেই যাবেন। কেউ বলছেন সাপের সঙ্গে কথা বলতে পারা পঞ্চমীকী আসলে হ্যারি পটার!।