Sunil Chetri : বাবা হওয়ার পর বদল এসেছে, অবসরের কথাও শোনা গেল সুনীল ছেত্রীর মুখে

Updated : Jan 11, 2024 09:11
|
Editorji News Desk

বেশ কয়েক মাস ধরেই সুনীল ছেত্রীর অবসর নিয়ে জল্পনা চলছে । এবার অবসরের প্রসঙ্গ উঠল সুনীল ছেত্রীর মুখেও । দোহায় এএফসি এশিয়ান কাপে খেলতে নামার আগে সুনীল জানালেন, এবার থেকে মাঠে  নেমে খেলা উপভোগ করবেন । আর কোনও অতিরিক্ত চাপ নেবেন না । অবসরের আগে যে কয়েকদিন খেলবেন, এই মানসিকতা নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন সুনীল । একইসঙ্গে ভারতীয় অধিনায়ক জানালেন, তাঁর মধ্যে এখন অনেক বদল এসেছে । এখন মাথা গরম করেন না । শান্ত থাকেন । আর তার কৃতিত্ব দিচ্ছেন সন্তানকেই ।

সুনীল জানান, এখন তিনি অনেক হাসিখুশি ও শান্ত থাকেন । বাবা হওয়ার পর থেকে তাঁর এই বদল এসেছে। যেটুকু সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন সেটাই তাঁকে নতুন করে মাঠে নামার এনার্জি দেয় । স্ত্রী সোনমের জন্যই সব হচ্ছে । তিনি যাতে রোজ ৮ ঘণ্টা ঘুমোতে পারেন, ভাল করে অনুশীলন করতে পারেন, তার জন্য সন্তানকে বেশির ভাগ সময় সোনমই সামলান।

অবসরের প্রসঙ্গে সুনীল বলেন, 'এশিয়ান কাপের আগে আমার স্ত্রী সোনমের সঙ্গে কথা হয়েছিল। ও বলেছিল, আমি খুব চাপ নিয়ে ফেলি। আমাকে উপভোগ করতে বলেছিল। এক দম ঠিক বলেছিল । ছোটবেলায় যে ভাবে উপভোগ করতাম, সেটাই এ বার চেষ্টা করব। মাঠে নেমে অতিরিক্ত চাপ নেব না। অবসরের আগে যে ক’দিন খেলব, এই মানসিকতা নিয়েই মাঠে নামব।' 

উল্লেখ্য, ১৯ বছর ধরে মাঠে সুনীল ছেত্রী । ভারতের হয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন সুনীল ছেত্রী । গোল করেছেন ৯৩টি । অবসরের আগে পর্যন্ত আরও গোল উপহার দিতে চান তিনি ভারতকে ।

Sunil Chhetri

Recommended For You

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা