ঘরে আসবে জুনিয়র ছেত্রী , বেঙ্গালুরুর বাড়িতে ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে সাধ খেলেন সুনীল পত্নী সোনম। এদিন পাঞ্জাবি পরে স্ত্রীয়ের সঙ্গে পুজোয় বসতেও দেখা যায় তাঁকে। এদিকে, সম্প্রতি সাফ কাপ ঘরে তুলেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তার আগে আরও দুটো ট্রফি। অধিনায়ক মাঠে নামলেই গোল পাকা। তাঁকে দেখেই আশা জাগছে দেশের ফুটবলপ্রেমীদের বুকে। তাই সময়টা এককথায় খাসা যাচ্ছে ছেত্রীর। তার উপর বাবা হতে চলেছেন তিনি। ইন্টারকন্টিনেন্টাল কাপ চলাকালীন সেলিব্রেশনের মাধ্যমেই সেই সুখবর আগেই জানিয়েছিলেন তিনি।
Sourav Ganguly: জন্মদিনে বিশেষ ঘোষণা, রহস্যময় টুইট সৌরভ গঙ্গোপাধ্যায়ের
গোলাপি পার হলুদ শাড়িতে সেজেছিলেন সোনম। সুনীলের পরনে কমলা পাঞ্জাবি। স্ত্রীকে সিঁদুরও পরিয়ে দিতে দেখা যায় তাঁকে। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন সুনীল ও সোনম। বিয়ের পাঁচ বছর পর তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে।