মঙ্গলবার কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে জন্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে জিতেছে ভারত। এই জয়ের প্রধান কারিগর ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। নিজে গোল করেছেন এবং পুরো টুর্নামেন্ট জুড়ে দলকে উজ্জীবিত করার দায়িত্বও নিয়ে নিয়েছেন। সুনীল ছেত্রীর কথায়, সাফ চ্যাম্পিয়নশিপ সবদিক দিয়েই তাঁর কাছে স্পেশাল। আন্তর্জাতিক ম্যাচে তাঁর মোট গোলসংখ্যা ৯২। সুনীল ছেত্রী বলেছেন, ব্যক্তিগত রেকর্ডের থেকে দেশের হয়ে পারফর্ম করাটাই তাঁর কাছে প্রধান। তিনি বলেন, ”দেশকে নিজের সেরাটা দেওয়ার প্রসঙ্গ উঠলে আমি রোনাল্ডো এবং মেসিকেও পিছনে ফেলে দেব।”
উল্লেখ্য, কুয়েতকে হারিয়ে নবমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত । ট্রাইব্রেকারের রুদ্ধশ্বাস মুহূর্তে পেনাল্টি বাঁচিয়ে ভারতকে খেতাব জেতান গুরপ্রীত সিংহ সান্ধু ।