তাঁর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা ক্রিকেটদুনিয়া। মৃত্যুর তিনদিন বাদেও সেই হতভম্ভ মনোভাব সম্পূর্ণ কাটেনি। এর মধ্যেই শেন ওয়ার্নকে (Shane Warne) নিয়ে শুরু হল বিতর্ক। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংবাদমাধ্যমে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) করা একটি মন্তব্য। যেখানে তিনি বলেছেন, মুরলীধরন এবং ভারতীয় স্পিনাররা ওয়ার্নের থেকে দক্ষতায় অনেকটাই এগিয়ে।
আরও পড়ুন: 'আমরা ভুলব না, ক্ষমাও করব না' হুঙ্কার দিলেন জেলেনস্কি
ভারতের মাটিতে ওয়ার্নের রেকর্ডের কথা উল্লেখ করে 'খুবই সাধারণ' (Sunil Gavaskar comment on Shane Warne) বলে মন্তব্য করেন গাভাসকর (Sunil Gavaskar)। তিনি বলেন, "ভারতীয় ব্যাটসম্যানরা বরাবরই স্পিন ভালো খেলেন। তাঁদের বিরুদ্ধে শেন ওয়ার্ন তেমন সফল নন। সেই কারণেই আমি তাঁকে সর্বকালের সেরা বলতে রাজি নই"।
তারপরই তিনি স্পিনার হিসেবে ওয়ার্নের থেকে এগিয়ে রাখেন মুরলীকে। যদিও, তাঁর এই মন্তব্যকে মোটেই 'ভালো চোখে' দেখেননি অগণিত ওয়ার্ন-ভক্ত। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও গাভাসকরের বিরুদ্ধে তীব্র বিষোদগার উগরে দেন নেটিজেনরা।