শুরু হয়ে গিয়েছে বিশ্বের অন্যতম সবথেকে বড় প্রতিযোগিতা অলিম্পিক । প্রেমের শহর প্যারিসে জ্বলছে অলিম্পিকের মশাল । বিশ্বভ্রমণ করে প্যারিসে পৌঁছেছে সেই মশাল । প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত জ্বলবে মশালটি । তবে জানেন কি অলিম্পিকের এই ঐতিহ্যবাহী মশাল জ্বলছে শত শত কিলোমিটার দূরেও । যেখানে নেই কোন মানুষের বসবাস, নেই কোনও মাধ্যাকর্ষণ শক্তি । যেখানে সবকিছুই ভাসমান । হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই সুদূর মহাকাশেও জ্বলছে অলিম্পিকের মশাল । সৌজন্য সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরেরা ।
নাসার তরফে একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে 'অলিম্পিক মশাল'হাতে মহাকাশে পারফর্ম করছেন সুনীতা উইলিয়ামস-সহ ৯ জন নভশ্চর । মহাকাশে ভেসেই কেউ করলেন ওয়েট লিফটিং, কেউ জিমন্যাসটিক, কেউ ডিসকাস থ্রো, কেউ আবার সাঁতার কাটলেন । ভিডিও-র মাধ্যমে অ্যাথেলিটদের শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামসরা ।
উল্লেখ্য, ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ । কিন্তু, পৃথিবীতে ফিরতে পারছেন না তাঁরা । নাসা তরফে দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, মহাকাশযানে গোলযোগের কারণে তাঁরা আটকে পড়েছেন । প্রায় ৫০ দিন হয়ে গেল, কীভাবে পৃথিবীতে ফিরবেন তাঁরা, সেই নিয়ে এখনও কোনও সমাধান বের করা যায়নি । বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছে নাসা । তবে, ৯ নভোশ্চরই ভাল আছেন বলে জানানো হয়েছে নাসার তরফে ।