টি-টোয়েন্টিতে উইজডেনের বিচারে বর্ষসেরা হলেন ভারতের সূর্যকুমার যাদব। গত বছর ৩১টি টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ইতিহাসে যা এক বছরে কোনও ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। টি-টোয়েন্টিতে ৪৫টি ম্যাচ খেলে ১৫৭৮ রান করেছেন সূর্যকুমার। গড় ৪৬.৫৬। স্ট্রাইক রেট ১৮০.৩। এ ছাড়াও টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও গড়েছেন সূর্যকুমার। ২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যের।
এদিকে নারীদের মধ্যে উইজডেনের বর্ষসেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।
অন্যদিকে, উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ব্যাটে-বলে ২০২২ সালটা দারুণ কাটিয়েছেন বেন স্টোকস। গত বছর তার নেতৃত্বে ইংল্যান্ড এক নতুন যুগে পা রেখেছে। তার অধিনায়কত্বে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছিল ইংল্যান্ড।