সময়টা দারুণ যাচ্ছে সূর্যকুমার যাদবের। টি-২০ সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত শতরানের পর আইসিসি তালিকায় ইতিহাস তৈরি করলেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ভারতের টি-২০ ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি তালিকায় সর্বোচ্চ রেটিং ৯০৮ পেলেন সূর্যকুমার। ১১ পয়েন্টে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলি'র কেরিয়ারের সেরা টি-২০ পয়েন্ট ৮৯৭-কে। ২০১৪ সালে ওই পয়েন্ট পেয়েছিলেন বিরাট।
শুধু তাই নয়, তৃতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসি রেটিং-এ ৯০০ পয়েন্টের ম্যাজিক ফিগার টপকালেন সূর্যকুমার যাদব। ২০২০ সালে ডেভিড মালানের পাওয়া ৯১৫ পয়েন্টের ঠিক পিছনেই রয়েছেন তিনি। তার আগে, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৯০০ পয়েন্ট পেয়েছিলেন।
সব মিলিয়ে, আইসিসি তালিকায় ভদ্রস্থ জায়গায় ভারতীয় ব্যাটসম্যান। এক দিনের ক্রিকেটে বিরাট অষ্টম স্থানে ছিলেন। দু’ধাপ উঠে বুধবার ষষ্ঠ স্থানে এলেন বিরাট। রোহিত উঠে এলেন অষ্টম স্থানে। তিনি এক ধাপ উপরে উঠেছেন। শীর্ষ স্থানে রয়েছেন বাবর আজ়মই। প্রথম ১০-এ বিরাট এবং রোহিত ছাড়া ভারতের কেউ নেই।