সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে কেমন ফল করবে ভারত, তা নিয়ে কিছুটা চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে, ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষায় অন্তত প্রকাশ্যে তেমনটা বোঝা যাচ্ছে না। সূর্যকুমার যাদবের সতীর্থ যশস্বী জয়সোয়ালকে ট্রোল করাই এর সাম্প্রতিকতম উদাহরণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কের রাস্তা থেকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন যশস্বী জয়সোয়াল। সেখানেই কমেন্ট করেন সূর্যকুমার। লেখেন- 'সমহাল কে! গার্ডেন মে ঘুমেগা তো পতা হ্যায় না'! (বাগানে ঘুরে বেড়ালে কী কী হতে পারে তা তো জানোই!)
উল্লেখ্য, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ঠিক এই কথাই বলতে শোনা গিয়েছিল রোহিত শর্মাকে। যা স্টাম্প মাইকে ধরা পড়ার পরই ভাইরাল হয়ে যায়। ফিল্ডারকে ধমক দেওয়ার জন্য বলেছিলেন তিনি।
এবার সেই কথা নিয়েই 'স্কাই' ট্রোল করলেন যশস্বীকে।