টিম ইন্ডিয়ায় একের পর এক ক্রিকেটার চোটে কাবু । । আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের বাইরে অধিনায়ক সূর্যকুমার যাদব । বিসিসিআই সূত্রে খবর, চোটের কারণে তিনি আফগানিস্তান সফরে থাকতে পারবেন না । জানা গিয়েছে, আপাতত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে । সেক্ষেত্রে সূর্যকুমারের বদলে অধিনায়ক কে হবেন, সেই নিয়েও চিন্তায় পড়ে গিয়েছে বিসিসিআই ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআই-কে জানিয়েছে, রিহ্যাবের জন্য এনসিএ-তে রিপোর্ট করেছেন সূর্য এবং মেডিকেল সায়েন্স টিম তাঁকে আহত বলেই মনে করেছে। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজের বাইরে তিনি । মনে করা হচ্ছে, আইপিএলের আগে ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ে তাঁর প্রত্যাবর্তনের প্রত্যাশা করা যাতে পারে ।
সূর্যকুমারের পাশাপাশি অনিশ্চিত হার্দিকও । তাঁর গোড়ালির চোট এখনও সারেনি বলে খবর । বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, হার্দিকের ফিটনেস নিয়ে নতুন কোন আপডেট নেই । আইপিএলের আগে তাঁর মাঠে ফেরা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে ।
উল্লেখ্য, সূর্যকুমারের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দু'টি টি২০ সিরিজ জিতেছে ভারত । কিন্তু, আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত তিনি । অন্যদিকে, ঋতুরাজ গায়কোয়াড়ও টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন ওই চোটের কারণেই ।