শুরু হয়ে গিয়েছে আইপিএল। কিন্তু মাঠে নামতে পারছেন না বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর অস্ত্রোপচার হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও খেলার ছাড়পত্র দেয়নি তাঁকে। সেই কারণেই রীতিমতো চিন্তার ভাঁজ সূর্যকুমার যাদবের দল মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের কপালে।
আইপিএলের প্রথম দুটি ম্যাচের হেরে গিয়েছে এমআই। প্রথম হার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। দ্বিতীয় হার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ফলে সূর্যকুমার যাদবের ফেরার জন্য অধীর অপেক্ষা টিম ম্যানেজমেন্টের।
Abhishek Banerjee: মমতা কী দিয়েছেন, কী দেননি মোদী, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে বললেন অভিষেক
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, সামনেই টি২০ বিশ্বকাপ৷ তাই সূর্যকুমারকে তিনি তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে আগামী কয়েকটি ম্যাচ মিস করবেন।