নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সূর্যকুমার যাদব । সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, চাপ সামলে কীভাবে তিনি ধারাবাহিকভাবে ম্যাচ বের করে আনেন ? উত্তরে কী বলেছেন সূর্যকুমার ? জানেন ?
জবাবে যাদব করে বলেন, রাঁচিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছিল । তাই হয়তো সেখান থেকেই ওই শান্ত মনোভাব এসেছে । আর এখানেই মহেন্দ্র সিং ধোনির কথা সরাসরি না বললেও তার অবদান মেনে নিয়েছেন । শান্ত থাকার পিছনে ধোনির কৃতিত্ব কতটা, তা তাঁর কথায় স্পষ্ট ।
এরপরই তিনি বলেন, "আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে অনেক ঘরোয়া ক্রিকেট খেলেছি, যা আমাকে অনেক সাহায্য করছে। আমি সেখানে যা শিখেছি তা এখানে প্রয়োগ করছি । আমার সিনিয়রদের দেখে মাথা ঠান্ডা রাখতে শিখেছি । তাঁরা কীভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সেই সম্বন্ধে তাদের সঙ্গে কথাও বলেছি ।"