প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর দুধাপ পদোন্নতি হল শুটার স্বপ্নিল কুসলের। ভারতীয় রেলে ট্রাভেলিং টিকিট এগজামিনার পদে চাকরি করেন তিনি। সেখান থেকে পদোন্নতি করে তাঁকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে উন্নীত করা হয়েছে।
ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন স্বপ্নিল। সেখানে ৫০ মিটার শুটিংয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। পদক জয়ের পরেই স্বপ্নিলের পদোন্নতির ঘোষণা করে ভারতীয় রেল। সেইমতো শুক্রবার মধ্য রেলের জেনারেল ম্যানেজার অজয় রাজ সরকারিভাবে তাঁর নোটিফিকেশনের নোটিফিকেশন জারি করেন।
জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে ভারতীয় রেলে কর্মরত অবস্থায় রয়েছেন স্বপ্নিল। প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও কোনও পদোন্নতি হয়নি তাঁর। এমনকি, শুটিং বিশ্বকাপে সোনা জিতলেও রেলের তরফে কোনও স্বীকৃতি দেওয়া হয়নি তাঁকে। তবে ব্রোঞ্জ জয়ের পরেই তাঁর পদোন্নতির ঘোষণা করে ভারতীয় রেল।
রেলের এই সিদ্ধান্তে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। স্বপ্নিলের কোচ দীপালি দেশপাণ্ডে জানিয়েছেন, রেল কর্তারা যেভাবে স্বপ্নিলের সঙ্গে ব্যবহার করেছেন তাতে তিনি হতাশ। এত সাফল্যের পরেও কোনও পদোন্নতি হয়নি তাঁর। পুরো বিষয়টিতে রেল কর্তারা উদাসীন ছিলেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে পদক জয়ের ৪৮ ঘণ্টা পরে পদোন্নতি ঘোষণা করায় ক্রীড়া জগতের অনেকেই খুশি। তাঁদের বক্তব্য, দেরিতে হলেও সঠিক পদক্ষেপ নিয়েছে রেল।