দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের T20 সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর টিম ইন্ডিয়া এবার আয়ারল্যান্ডের মুখোমুখি। রবিবার ডাবলিনে দুই দেশের T20 সিরিজের প্রথম ম্যাচ।
উল্লেখ্য, ভারতের টেস্ট টিম বর্তমানে ইংল্যান্ড সফরে। ঋষভ পন্থ সেই টিমে থাকায় তাঁর অবর্তমানে আয়ারল্যান্ডে T20 সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। এই প্রথম হার্দিক ক্য়াপ্টেনসির দায়িত্ব পেলেন। উল্লেখ্য, হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটানস ইতিমধ্যে আইপিএল (IPL) জিতেছে। ক্যাপ্টেনসির সেই অভিজ্ঞতা এই সিরিজে হার্দিকের কাজে লাগবে।
টিম ইন্ডিয়ার পক্ষে সুখবর হল চোট সারিয়ে সূর্যকুমার যাদব ফের দলে ফিরেছেন। সম্ভবত তাঁকে মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের জায়গায় খেলানো হবে। শ্রেয়স এখন টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে। দীপক হুডার কাছ থেকেও দল ভালো পারফরম্যান্স আশা করছে। দীপক এখন ফর্মের তুঙ্গে। আইপিএল—এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১৫টি ম্যাচে ৪৫১ রান করেছেন।
Uttar Pradesh Viral Video: ভরা ক্লাসেই শিক্ষিকাকে জুতোপেটা প্রধান শিক্ষকের, উত্তরপ্রদেশে নিন্দার ঝড়
বোলিংয়ে ভারত অবশ্যই নির্ভর করবে ভুবনেশ্বর কুমারের উপর। কিছুদিন ফর্মের বাইরে থাকার পর তিনি ফের ছন্দ খুঁজে পেয়েছেন। ভুবনেশ্বরকে যোগ্য সঙ্গত দেবেন যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি।
খাতায়-কলমে আয়ারল্যান্ড কিছুটা দুর্বল হলেও তারা অঘটনা ঘটাতে মরীয়া, যদিও সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। উল্লেখ্য, আয়ারল্যান্ড এর আগে কখনও টিম ইন্ডিয়াকে T20 সিরিজে হারাতে পারেনি। এখনও পর্যন্ত দুই দল তিন বার মুখোমুখি হয়েছিল এবং প্রত্যেকবারই আইরিশরা পর্যদুস্ত হয়েছে।