T20 World Cup 2024 : স্পিন বড়শিতে ইংল্যান্ডকে হারিয়ে, এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত

Updated : Jun 28, 2024 06:21
|
Editorji News Desk

অক্ষর-কুলদীপের স্পিন বড়শিতে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গেঁথে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। আবারও ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। শনিবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসাবে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবেন রোহিত শর্মা। ১৭১ রানের পুঁজি নিয়ে গায়ানায় ইংল্যান্ডকে ১০৩ রানে মুড়িয়ে দিলেন ভারতীয় বোলাররা। ৬৮ রানের এই জয় স্মরণীয় হল অক্ষর এবং কুলদীপের তিনটি করে উইকেট প্রাপ্তির সৌজন্যে। 

প্রশ্ন হল ম্যাচটা কোথায় হল ? ওয়েস্ট ইন্ডিজের জর্জ টাউনে। নাকি উপমহাদেশের বেঙ্গালুরুতে। ভারতের রান তাড়া করতে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামল, তখন গায়ানা বাইশ গজকে দেখে মনে হল টেস্ট ম্যাচের বেঙ্গালুরুর তৃতীয় দিনের উইকেট। টসের সময়ই রোহিত শর্মা জানিয়েছিলেন, টস জিতলেও তিনি এই পিচে আগে ব্যাট করতেন। কেন তিনি একথা বলেছিলেন যখনও গোড়াতেই ইংরেজ অধিনায়ত জস বাটলারকে আউট করে প্রথম ঝটকা দিলেন অক্ষর প্যাটেল। 

অপেক্ষা ছিল কুলদীপের। তিনি এলেন, দেখলেন, আর উইকেট তুললেন। ইংরেজ ব্যাটারদের কাছে তাঁর চার ওভার ছিল বিভীষিকার মতো। হ্যারি ব্রুকস, স্যাম কারেন এবং ক্রিস জর্ডন, ইংল্যান্ডের এই ব্যাটারকে এই ম্যাচে আউট করলেন কুলদীপ। বাটলার ছাড়াও অক্ষরের ঝুলিতে রইল মইন আলি এবং জনি বেয়ারস্টোর উইকেট। 

বাকি ক্লিন-আপ করলেন জসপ্রীত বুমরা এবং ভারতীয় ফিল্ডাররা। এরমধ্যে ব্যাক ফ্লিক করে আদিল রশিদকে রান আউট করলেন সূর্য কুমার যাদব। যাইহোক আমেদাবাদ পরবর্তী সময়ে আরও একটি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। নেতার নাম রোহিত শর্মা। ১৭ বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বজয়ে তিনি ছিলেন মহেন্দ্র সিং ধোনির দলের সদস্য। আর শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি-ই ভারতীয় দলের নেতা। 

২২৬ দিন পর আর রোহিতের হাত খালি দেখতে চায় না ১৪০ কোটির ভারত। ১০ বছর আগে ঢাকায় যে কীর্তি তৈরি করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি, এবার রোহিতের নেতৃত্বে সেই কীর্তি দেখতে চায় দেশবাসী। অপেক্ষা শনিবার ভারতীয় সময় রাত আটটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। প্রতিপক্ষ গত দক্ষিণ আফ্রিক। যারা গত ১৭ বছরে প্রথমবার ফাইনাল খেলবে। 

T20 World Cup 2024

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!