দক্ষিণ আফ্রিকার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে পড়ল আরও একটি দেশ। গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের নিরিখে এবার সুপার এইটে অস্ট্রেলিয়া।
গ্রুপ পর্বের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ম্যাচই মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নারদের সুপার এইটের টিকিট পাইয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়া শুরু থেকে আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নেমেছিল। মিচেল মার্শ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। অ্যাডাম জাম্পা ১২ রানে ৪ উইকেট নেন। আর ফর্মে ফিরতে পারেনি নামিবিয়া। অস্ট্রেলিয়া মাত্র ৭২ রানেই শেষ করে দেয় প্রতিপক্ষ নামিবিয়াকে।