টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি-র ম্যাচে রানের রেকর্ড। ২০০-র বেশি রান তুলে নজির গড়ল অস্ট্রেলিয়া। শনিবার রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুরুটা ভাল করলেও প্রতিপক্ষের দেওয়া রেকর্ড রান তাড়া করতে গিয়ে কার্যত নাজেহাল হতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।
গ্রুপ-বি-এর এই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হারতে হল ইংল্যান্ডকে। খারাপ আবহাওয়ার কারণে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেনি ইংল্যান্ড। ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট এসেছিল ঝুলিতে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট হারিয়ে কার্যত চাপে ইংল্যান্ড।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপের মতো বোলারদের দাপট না থাকায়, শুরু থেকেই দুরন্ত ছন্দে ম্যাচ শুরু করে অস্ট্রেলিয়া। দুর্দান্ত ইনিংসের পর ২০০-র বেশি রান তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। এই বিপুল পরিমাণে রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে জস বাটলারের দল।