টাচডাউন্ড দিল্লি। টারম্যাকে এসে দাঁড়াল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। দরজা খুলতেই আবেগের বিশ্বকাপ নিয়ে সিড়ি বেয়ে একে একে নেমে এলেন ভারতীয় ক্রিকেটাররা। বুধবার সকালে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল দিল্লির আন্তর্জাতিক বিমান বন্দর। ১৯৮৩ সালের পর এই প্রথম বিদেশ থেকে ক্রিকেট বিশ্বকাপ জিতে ফিরলেন ভারতীয় ক্রিকেটাররা।
তবে, দিল্লিতে ফিরেই বাড়ি ফেরা হচ্ছে না হার্দিক, বিরাটদের। সকালে খানিক বিশ্রাম নিয়ে তাঁরা প্রথমে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। গত ১৯ নভেম্বর আমেদাবাদে বিশ্বকাপ হারের পর ভারতীয় সাজঘরে গিয়ে পেপটক দিয়েছিলেন মোদী। এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখা করবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা।
বোর্ডের অন্যতম ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, দিল্লি থেকে বেলায় বিশেষ বিমানে মুম্বই আনা হবে ক্রিকেটারদের। কারণ বাণিজ্য নগরীতেই হবে বিশ্বকাপ জয়ের আসল উৎসব। নরিম্যান পয়েন্ট থেকে হুডখোলা বাসে করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন ঋষভ পন্থরা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে আসল অনুষ্ঠান। ভারতীয় দলের হাতে পুরস্কার হিসাবে ১২৫ কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা। বিশ্বজয়ীদের দেওয়া হবে সংবর্ধনা। বোর্ড সচিবের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন অধিনায়ক রোহিত। অনুষ্ঠান শেষে নিজেদের বাড়ি ফিরে যাবেন ক্রিকেটারেরা।